Response

এইসব দিনযাপনের গল্প

এইসব দিনযাপনের গল্প

…যতক্ষন আমাদের সমবেত কাজ ম্যাটার করতে থাকবে, আমি আমার কলমের গুটিগুটি শব্দে সেই কাজে রসদ জোগাতে থাকবই।
ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখুন-
আপনাদের মিছিলের একেবারে শেষ সারিতে চুপচাপ হেঁটে যাওয়া মানুষটা আমি।
কারো জন্য নয়, আমার নিজের জন্য, আমার নিজের দেশ আর সন্তানের জন্য সেই মিছিলে আমি হাঁটি,
মরে যাওয়ার আগ পর্যন্ত আমি ওভাবেই হেঁটে যাব।…